মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

দৈনিকসিলেট ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেনের উদ্যোগে অসহায়, দরিদ্র, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত আড়াইশত মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমার কামালবাজারস্থ সইদপুর কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আব্দুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জামায়েত নেতা ও সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সহসভাপতি মোঃ সুহেল রানা, বিশেষ অতিথি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট ছালেহ আহমদ, সমাজসেবী মোঃ রিয়াজুল ইসলাম (রাজু), সইদপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী মোতাহের আলী, তাজপুর গ্রামের জামায়াত নেতা মোঃ ফয়সল আহমেদ ও হাজরাই গ্রামের আব্দুল হক প্রমুখ ।
খাদ্য সামগ্রী বিতরণে বক্তারা বলেন, মরহুম মনা উল্লা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র ও দুর্ভোগ নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই আলোকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের আগে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমরা অসহায় মানুষের কষ্ট খানিকটা কমাতে এবছর রমজান উপলক্ষে বিতরণ করা হয়েছে। বক্তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তাই সমাজে ভেদাভেদ ভুলে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
পরিশেষে মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।