নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়।
শনিবার বিকেল ৫টা ১৫মিনিটে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের পূর্ব মাঠে বীর মুক্তিযোদ্ধা কাজী মিজানুর রহমানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা কাজী মিজানুর রহমানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন সহকারে একদল পুলিশ উপস্থিত ছিলেন। সম্প্রতি-বীর মুক্তিযোদ্ধা কাজী মিজানুর রহমান স্ট্রোক করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে কাজী মিজানুর রহমানের বয়স হয়েছিল ৭৫ বছর।