দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার দাবিতে মাধবপুরে জামায়াতের মিছিল

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা, বেহায়াপনা নগ্নতা বন্ধের দাবিতে উপজেলা জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী মাধবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে মিছিলটি বের করে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা গেইটে এসে মিছিলটি সমাপ্ত হয়।’
এ সমাবেশে ছিলেন, উপজেলা জামায়াতে আমির মাওঃ আলাউদ্দিন ভুইয়া, নায়েবে আমির মাওঃ আবুল হাসিম, সেক্রেটারী মাওঃ শরীফ উদ্দিন মাসুম,সহকারী সেক্রেটারী আব্দুল হাফিজ ভুইয়া, পৌর সভাপতি আব্দুর রহমান সোহাগ, সেক্রেটারী আব্দুস সামাদ মানিক, ছাত্রশিবির সভাপতি- আব্দুর রাকিব রানা প্রমূখ।
এ সময় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অশ্লীলতা-বেহায়াপনা বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।’