নবীন শিক্ষার্থীদের বরণ করলো শাবির সনাতন বিদ্যার্থী সংসদ

দৈনিকসিলেটডটকম
উৎসবমুখর পরিবেশ আর নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে “সনাতন বিদ্যার্থী সংসদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট শাখা।
শনিবার (১ মার্চ ২০২৫ ইং,বাংলা ১৬ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ) সন্ধ্যা ৬ ঘটিকা হতে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিদ্যার্থীবরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন শাবিপ্রবির প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান। সম্মানিত অতিথির আসন অলঙ্কিত করেন ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মান্যবর ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন।
বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রাণী নাগ, এফইটি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক পান্না মজুমদার ও ইংরেজি বিভাগের প্রভাষক সুস্মিতা রায়। উল্লেখ্য সকল বিশেষ অতিথিবৃন্দ সনাতন বিদ্যার্থী সংসদ,শাবিপ্রবি শাখার মান্যবর উপদেষ্টা।
উক্ত বিদ্যার্থীবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাবির সনাতন বিদ্যার্থী সংসদ শাখার সভাপতি দীপু রাম রায় ও স্বাগত বক্তা উক্ত সংগঠনের নির্বাহী সভাপতি রিত্তিকা সাধু। সঞ্চালনায় ছিলেন সজীব রায় ও অদ্রিকা অধিকারী।
মনোরম শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান,নবীন শিক্ষার্থীদের মাঝে শ্রীমদভগবদগীতা প্রদান,শাস্ত্র প্রতিযোগিতার ক্রেস্ট প্রদান,৭ম কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সার্বিক সহযোগিতায় ছিলেন গীতাঞ্জলি ফোরাম, কুয়েত।