মাধবপুরে গাঁজাসহ ৩ যুবক র্যাবের খাঁচায়

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে শ্যামপুর এলাকা থেকে ৬৯ কেজি গাঁজাসহ তিন কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ।
শনিবার (০১লা মার্চ) রাত ১০টায় র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ ৩ কারবারি কে আটক করেছে। আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের সায়েদ আলীর পুত্র সিফাত আলী (৪২), সুলতানপুর গ্রামের মিয়াব আলীর পুত্র আনোয়ার মিয়া(৩২), মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৫)।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে র্যাব -৯ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।