মাধবপুরে বাজার মনিটরিং: ৪জন ব্যবসায়ীকে জরিমানা

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ৪ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। পবিত্র রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে রবিবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ০৪ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় নোয়াপাড়া বাজারের নন্দন পালকে ৫ হাজার, ওয়াসিম মিয়াকে ৩ হাজার, মরণ চন্দ্র দেবকে ৪ হাজার, সমীর পালকে ৩ হাজার মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় এবং মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি পায়ে হেঁটে চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরী না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহযোগিতা করেছেন মাধবপুর থানার পুলিশের একটি টিম। উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে।