সিলেটে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেট ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ১টা ২০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্ব দরগাগেইট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ থানার রাজনগর হাট গ্রামের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১), দোয়ারাবাজার থানার দোহালিয়া গ্রামের আব্দুল মোনাফের ছেলে মোঃ টিপু আহমদ (৪২) ও কোম্পানীগঞ্জ থানার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০)। এসময় তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল এসএমপি সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।