মাধবপুরে ডাকাত সর্দার আল আমিন গ্রেফতার

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামী আল আমিন (২৫) গ্রেফতার করেছে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ। রোববার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল। ডাকাত আল আমিন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের নানু মিয়ার ছেলে।
সোমবার বিকালে (৩ মার্চ) বিকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার জানান, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোক ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করে। এই সুযোগে ডাকাত সর্দার আল আমিন বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।