মাধবপুরে ইউসিসিএ লিঃ এর নির্বাচনে সকল সভাপতি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইউসিসিএ লিঃ এর নির্বাচনে তিন সভাপতি প্রার্থীর সকলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিটি।
সোমবার (৩ মার্চ) দুপুর ২ ঘটিকায় নির্বাচন কমিটির বাছাই শেষে সঠিক কাগজপত্র উপস্থাপন করতে না পারায় নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার মো: ইসমাইল তালুকদার রাহি তিন সভাপতি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
উল্লেখ্য, আগামী ২৫ মার্চ মাধবপুর ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে উপজেলার ৫২টি ইউসিসিএ লিঃ এর পরিচালনার জন্য মোট ৯ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে সভাপতি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মোজাহিদ বিন ইসলাম, মো: হুমায়ুন কবির ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান এর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় এই পদে আর কোন প্রার্থী নেই। তবে সহ সভাপতি পদে একমাত্র প্রার্থী এ এইচ এম শফিকুল ইসলাম ও সদস্য পদে দিলীপ দেবনাথ, মো: নুরুজ্জামান, মো: চাঁন মিয়া, ঝুমা চৌধুরী ও মো: হাবিবুর রহমান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিটির সভাপতি মোঃ ইসমাইল তালুকদার রাহি সত্যতা নিশ্চিত করে জানান, সমবায় সমিতির আইন ও বিধি অনুযায়ী যাবতীয় কাগজপত্র উপস্থাপন না করায় তিনজন সভাপতি প্রার্থীর সকলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।