খাজাঞ্চী একাডেমিতে হরমুজ আলী ও তারা বিবি মেমোরিয়াল ট্রাস্টের আসবাবপত্র প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি

ফাইল ফটো
সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ে কিছু আসবাবপত্র (চেয়ার) প্রদান করেছে মানবতার সেবায় প্রতিষ্ঠিত হরমুজ আলী ও তারা বিবি মেমোরিয়াল ট্রাস্ট ইউকে।
গতকাল বিকেলে ট্রাস্টের প্রধান যুক্তরাজ্য প্রবাসী লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম এ সব সামগ্রী প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরাফাত হোসেনসহ সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
এ সময় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ হরমুজ আলী ও তারা বিবি মেমোরিয়াল ট্রাস্ট ইউকে শিক্ষাক্ষেত্রে এবং মানবতার সেবায় যে কাজ করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য। এ ট্রাস্ট আগামীতে এবং সকল ক্ষেত্রে মানুষের কল্যাণে কাজ করুক। আমরা ট্রাস্টের সফলতা ও এর সাথে সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করছি।