যাদুকাটা নদীর জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

হাওরাঞ্চল প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর পাড় কাটায় বাধা ও জায়গা দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাঁশ বাগানের পূর্ব পাশে যাদুকাটা নদীতে ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘাগটিয়া গ্রামের বাসিন্দা রানু মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীতে ঘেঁষে বাশঁ বাগান এর পূর্ব পাশে ও এর আশপাশ এবং পাকা রাস্তার মাথা এক কিলোমিটার এলাকার পাড় কেটে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছে৷ এই জায়গা নিয়ে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে ও মামলাও হয়েছে। কিন্তু রানু মেম্বার ৫ আগষ্ট পূর্বে আওয়ামীলীগের ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করে এই অনিয়ম করেছিল। আর বর্তমান সময়ে বিএনপির সাপোর্ট নিয়ে অনিয়ম করেই যাচ্ছে। আজ বাশঁ বাগান এর পূর্ব পাশের জায়গা থেকে পাড় কেটে ও সেইভ মেশিন চালিয়ে বালু উত্তোলন করছিল রানু মেম্বারের নেতৃত্বে তার লোকজন। এসময় একেই ইউনিয়নের গড়কাটি গ্রামের আশরাফ তালুকদার ও তার ছেলে জুবায়ের তালুকদার সহ সঙ্গবদ্ধরা জায়গার মালিকানা দাবী করে বাধা দেয়। এসময় রানু মেম্বারের নেতৃত্বে৷ তার লোকজনের আঘাতে গুরুত্বর আহত হয় আশরাফ তালুকদার ও তার ছেলে জুবায়ের তালুকদার।
খবর পেয়ে পরিবারের লোকজন বাঁশ বাগান এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথম তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করে।
স্থানীয় এলাকাবাসী কাছ থেকে ও খোঁজ নিয়ে আরও জানা গেছে,ঘাগটিয়া গ্রামের সরকারি পুকুর পাড় এলাকায় শেইভ মেশিন দিয়ে বালু উত্তোলন করছে প্রতিদিন ঘাগটিয়া গ্রামে ইউপি সদস্য রানু মেম্বার, মুসা আলাম,কামাল হোসেন, সাইফুল,সুবেল মিয়াসহ ১০-১৫ জনের একটি চক্র। এই কারনে ঘাগটিয়া গ্রামের বিলিন হওয়ার পথে রয়েছে। অনেকেই বসত বাড়ি ছেড়ে অনত্র চলেও গেছে। এই পাড় কাটা কোন ভাবেই বন্ধ হচ্ছে না। এ কারনে সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
এই বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবস্থান করছে। এই বিষয়ে কোনো পক্ষে কোনো অভিযোগ দায়ের করে নি। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।