অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছি কোন অপরাধিকে ছাড় দেওয়া হবে না: জাহিদুল ইসলাম

মোশাহিদুল ইসলাম নয়ন, বাহুবল থেকে
হবিগঞ্জের বাহুবলে অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে মিরপুর ৬নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার মিরপুর ইউনিয়ন অফিস সভাকক্ষে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়।
মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শামিম আহমেদের সভাপতিত্বে ও বিট অফিসার এস আই আবু মোকছেদ পিপিএম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
সভায় উপস্থিত থেকে মিরপুর এলাকার সম্প্রতি বিভিন্ন অপরাধ কর্মকান্ডের বিষয়ে বক্তব্য দেন বিএনপি, জামায়াত, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।
বক্তরা বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে মিরপুর । এই এলাকায় বর্তমানে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ বাজারে কেনা-কাটা করতে আসছেন । ক্রেতা ও বিক্রেতারা যাহাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি কামনা করেন এবং অপরাধীদের বিরুদ্ধে অপরাধ দমনে সর্বোচ্চ আইন প্রয়োগ করার আহবান জানান। এসময় অপরাধ নিয়ন্ত্রণে শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
এসময় বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মিরপুর সহ বাহুবলের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সেক্টর মাঠে কাজ করছে। বাহুবলে আইনশৃংখলা ভালো রাখতে ও সকল প্রকার অপরাধ দমন করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। বাহুবলবাসীকে নিরাপদে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরোও বলেন, বাহুবলের উপজেলার গুরুত্বপূর্ণ স্থান যেহেতু মিরপুর। সেজন্য ওই এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে এবং এলাকার সকল ধরনের অপরাধ আগামী ২০ মার্চ এর মধ্যে নিয়ন্ত্রণ হবে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।