তাহিরপুরে যুবলীগের সভাপতি কুদরত গ্রেফতার

হাওরাঞ্চল প্রতিনিধি
অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জের তাহিরপুর সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কুদরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার তাহিরপুর সদর বাজার থেকে থাকে গ্রেপ্তার করে তাহিরপুর থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে,গত বছর ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়েরকৃত নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে কুদরতকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট সহ বিভিন্ন বাজার ও কামড়াবন্দ গ্রামে অস্ত্র মামলার আসামী প্রকাশ্যে ঘোরা ফেরা করছে। একেই সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সিলেট এমসি কলেজ শাখায় ছাত্রলীগের সহ সভাপতি ঘোড়া ফেরা করছে তাকেও আইনের আওতায় আনা প্রয়োজন না হলে যে কোনো ধরনের অপ্রীতিকরন ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে জানিয়েছেন সচেতন মহল।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন। তিনি জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক যুবলীগ নেতা কুদরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।