সুনামগঞ্জের নতুন এসপি তোফায়েল আহমেদ

সুনামগঞ্জ প্রতিনিধি
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহমেদকে সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
একই প্রজ্ঞাপনে ৩ অতিরিক্ত মহাপরিদর্শকসহ ৭ ডিআইজি ও ৮ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।