বিশ্বনাথে শিক্ষার্থী ও অসহায় মানুষের মধ্যে আর-রাহমান ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে দেড় শতাধিক ছাত্রছাত্রী ও দরিদ্র অসহায় মানুষের মধ্যে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ট্রাস্টের বাংলাদেশ শাখা এলাহাবাদ রহমান মঞ্জিলে দারুল ক্বেরাত ইত্তেহাদুল কুররা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখা কেন্দ্রের ছাত্র/ছাত্রী ও অসহায় মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আর রাহমান এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল মালিকের সার্বিক তত্ত্বাবধানে এ সব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ক্বেরাত ইত্তেহাদুল কুররা এলাহাবাদ আলিম মাদ্রাসা শাখার প্রধান ক্বারী মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল ক্বেরাত ইত্তেহাদুল কুররা শাখার সহকারী প্রধান মাওলানা আবু বকর সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন, হাফেজ মোস্তফা আহমদ, ক্বারী আনসার আলী, জুনেদ আহমদ, আজিমুর রহমান হামিমসহ ক্বেরাত কেন্দ্রের ক্বারীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, ছোলা, পিয়াজ ও আলু।
বক্তারা বলেন, সমাজের বিত্তবান প্রবাসীদের উচিত অন্তত নিজ এলাকায় সাধ্যমত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজ খবর নেওয়া। যারা ট্রাস্টের মাধ্যমে এসব প্রদান করেছেন তারা নিঃসন্দেহে মহৎ মনের মানুষ। তাদের এ দান আগামীতে যেন বহাল থাকে এটা প্রত্যাশা করছি এবং আল্লাহ এ দানকে যেন কবুল করেন।আমীন।