বালাগঞ্জে ভোটার হালনাগাদ নিবন্ধন শুরু ১১মার্চ

বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীতে তথ্য সংগ্রহ কার্যক্রম ৩ ফেব্রুয়ারি শেষ হয়েছে। একর্মসূচিতে ভোটারযোগ্যদের নিবন্ধন কার্যক্রম উপজেলার প্রতিটি ইউনিয় পরিষদে সম্পন্ন করা হবে। যারা তথ্য প্রদান করেছেন তাদেরকে নির্ধারিত তারিখ ও সময়ে নিজ-নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বালাগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বালাগঞ্জ ইউনিয়নে নিবন্ধন কার্যক্রম (বায়োমেট্রিক প্রদান) পরিচালনা করা হবে ১১ও ১২ মার্চ, পশ্চিম গৌরীপুর ইউনিয়নে ১৩ মার্চ, দেওয়ান বাজার ইউনিয়নে ১৪ ও ১৫ মার্চ, বোয়ালজুর ইউনিয়নে ১৬ মার্চ, পূর্ব পৈলনপুর ইউনিয়নে ১৭ মার্চ ও পূর্ব গৌরীপুর ইউনিয়নে ১৮ মার্চ। এছাড়া, ১৯ মার্চ উপজেলার মধ্যে বাদ পড়া (কর্তন হওয়া) ভোটারদের বিষয়ে উপজেলা পরিষদ হলরোমে কার্যক্রম পরিচালনা করা হবে।
এবিষয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা (রেজিস্ট্রেশন অফিসার) নয়ন পুরকায়স্থ বলেন, নতুন ভোটার হওয়ার জন্য এই উপজেলায় ৩মার্চের মধ্যে যারা তথ্য প্রদান করতে পারেননি, তারা হালনাগাদ কর্মসূচীর বর্ধিত সময়ে অর্থাৎ ১১ থেকে ১৯মার্চের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবেন।