ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে শাবিপ্রবিতে ফের বিক্ষোভ মিছিল

শাবিপ্রবি প্রতিনিধি
ধর্ষকদের শাস্তিস্বরুপ মৃত্যুদন্ড প্রদান এবং দেশে আইন শৃঙ্খলা বজায়ের ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগের ফের দাবি তুলেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার বেলা তিনটা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের এ প্রতিবাদ কর্মসূচি পালন তারা। এরআগে ক্যাম্পাসের গোল চত্বর থেকে মেয়েদের প্রথম ছাত্রী হল প্রদক্ষিণ করে মিছিল করেন বিক্ষোভকারীরা।
মিছিল পরবর্তী সমাবেশে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানা আক্তার লুবনা বলেন, “ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে, আমরা তা জানতে চাই। আমাদের বিচার ব্যবস্থা এতটা দীর্ঘ প্রক্রিয়া ও এত ভিকটিম প্লেমি, যেখানে ভিকটিমকে আইনের কাঠ গড়ায় আবার ধর্ষিত হতে হয় আসামির সামনে ও আইনের সামনে। রাষ্ট্রকে শুধু ধর্ষণের শিকার হওয়া ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নিলেই হবে না, পাশাপাশি তার শারীরিক ও মানসিক সুস্থতার দায়িতও্ব নিতে হবে।”
“রাষ্ট্রের বর্তমানে যে অরাজকতা চলতেছে, এজন্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগকে করতে হবে। আমরা তাকে জানা দিতে চাই, আপনারা মায়েদের বাচ্চাদের আর মাইরেন না।”
পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনন্যা ঘটক বলেন, “আমি আপনি বলছি যে আমি কে-তুমি কে আছিয়া, আছিয়া। এই আছিয়ার আগে পরে আরও অনেকে এরকম ধর্ষণ ও হয়রানি ঘটনা ঘটে গেছে। যখনই আমরা এই হয়রানি বিরুদ্ধে কথা বলতে গেছি, আমাদেরকে বিভিন্ন প্রকার ট্যাগ দেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে যাতে আমাদের দমিয়ে রাখা যায়।”
“জুলাই বিপ্লবের পরে আমি একজন নারী হিসেবে নিজেকে নিরাপদ বোধ করতে পারি না। বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সেখানে গতকাল বা এর আগেও আমাদেরকে সে নিরাপত্তাটা দিতে ব্যর্থ হয়েছে জুলাই বিপবের পরে।”
তিনি আরও বলেন, “আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষককে শাস্তি প্রদান করা, এটা কি দায়িত্ব আমার? এই দায়িত্ব হল রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের যখন পদত্যাগের দাবি ওঠে, তখন তা আমাদের বলতে দেওয়া হয় না। এরকম ব্যবস্থা যাতে না হয় যে, ধর্ষকের বিচার জনগণের নিশ্চিত করতে হয়। আমরা শিক্ষার্থীরা, আমরা সাধারণ জনগণ জাহাঙ্গীরের পদত্যাগ চাই। কারণ তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছে।”
এসময় গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলামের সঞ্চালনায় আর বক্তব্য রাখেন নৌরিন জামান, পলাশ বখতিয়ার প্রমুখ।
এরআগে মিছিলে শিক্ষার্থীরা ‘নো মোর র্যাপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টি ফর আছিয়া; রশি লাগলে রশি নেয়, ধর্ষকদের ফাঁসি দেয়;, আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই; ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’; ‘তোমার বোন আমার বোন, আছিয়া আছিয়া’; ‘ধর্ষকদের মৃত্যুদন্ড, কার্যকর করতে হবে” ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেয়।