ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ বিভিন্ন দাবিতে মিরপুরে বিক্ষোভ

মোশাহিদুল ইসলাম নয়ন, বাহুবল
সারাদেশে হওয়া ধর্ষণ, চুরি ছিনতাই ও মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষনের ধর্ষকদের অনতিবিলম্বে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর, এবং নির্বিচারে মা বোনদের ধর্ষন, নারীর প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বাহুবলের মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টায় বাহুবলের মিরপুর বাজারে ধর্ষন বিরোধী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়ক ও মিরপুর বাজার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর চৌমুহনীতে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বেনজির আহমেদ শাওন, তোফায়েল আহমেদ, হাফিজুর রহমান শাওন, ফয়সল আহমেদ, খালিদ মোশাররফ, সুজন আহমেদ, এমরান আহমেদ, শাকিব আহমেদ, কাওছার আহমেদ, নয়নসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।
এসময় বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার, ধর্ষকের ডিএনএ টেস্ট করে আসামিকে শনাক্ত করা, ডিএনএ টেস্ট এবং সকল সাক্ষ্য প্রমাণ দ্রুত নিশ্চিত করে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড নিশ্চিতসহ বিভিন্ন দাবি তোলেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।