যুক্তরাজ্যে প্রবাসী ময়নাবাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদের ইফতার মাহফিল আগামীকাল

দৈনিকসিলেট ডেস্ক:
যুক্তরাজ্যের সামাজিক সংগঠন ময়নাবাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদের আত্মাপ্রকাশ উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল (১১ মার্চ) মঙ্গলবার ।
ইফতার মাহফিলের প্রদান মেহমান ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইষ্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল হোসাইন খান। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক আতিকুর রহমান জিলু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ জুবায়ের ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ।
এছাড়াও বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন, হোয়াইটচ্যাপেল ১১৫ নিউ রোড লন্ডন ই-1 1HJ তাড়াতাড়ি রেস্টুরেন্টে ইফতার মাহফিলে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি হাজী সিরাজুল হক ও সাধারণ সম্পাদক কাজী নজমুল আহমদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।