সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

হাওরাঞ্চল প্রতিনিধি
সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ।
সোমবার দুপুর ২ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) তাপস রঞ্জন ঘোষ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, ডিআইও-১ আজিজুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক রওনক আহমেদ বখত, লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মাসুম হেলাল, দেওয়ান গিয়াস চৌধুরী, এ আর জুয়েল, জাকির হোসাইন, শহীদ নূর আহমেদ, রাজু আহমদ রমজান, সোহানুর রহমান, এ কে মিলন আহমদ প্রমুখ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।