ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি, ন্যায় বিচারের দাবীতে বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল

দিলোয়ার হোসাইন,বানিয়াচং
নারী ও শিশু ধর্ষণ বন্ধ সহ ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি এবং ন্যায় বিচারের দাবীতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে বানিয়াচং সদরের বড় বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সারাদেশে একের পর ধর্ষণ ও নারী প্রতি সহিংসতা বেড়েই চলেছে তা বন্ধের প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। কর্মসুচী সফল করতে সকাল ১০টা থেকে স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গা থেকে ছাত্র ছাত্রী আসতে থাকেন বড় বাজারের অবিস্থত শহীদ মিনারে।
এরপর বের হয় এক বিশাল বিক্ষোভ মিছিল। মিছিলটি বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় তাদের কন্ঠে উচ্চারিত হচ্ছিল তুমি কে আমি কে, ছায়ারুন,ছায়ারুন। আমার বোনের কান্না, আর না আর না। দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহর। মিছিল শেষে বড় বাজারের শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভায় অংশগ্রহন করে বক্তব্য রাখেন বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা সুজন সভাপতি দেওয়ান শোয়েব রাজা, মাওলানা ইমরান আহমদ উসমানী, হাফেজ এনামুল হক,ছাত্র জনতার মধ্যে সমন্বয়ক আবরার ,রিমন ,জিসান, রায়হান,উমামা প্রমুখ।