বিশ্বনাথে আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্টের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারেও সিলেটের বিশ্বনাথে আত্মীয় স্বজনসহ অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ ও গৃহ নির্মাণে ঢেউটিন বিতরণ করেছে মানবতার সেবায় নিয়োজিত ও যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট ইউকে।
মঙ্গলবার ( ১১ মার্চ ) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ছমরু মিয়ার বাড়ীতে ট্রাস্টের প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন ও ডাইরেক্টর আফছর উদ্দিন আনছার উদ্দিনসহ তাদের পরিবারের অর্থায়নে নগদ অর্থ ও ১৯ বান ঢেউটিন মিলিয়ে ৫ লক্ষ টাকা বিভিন্ন জনের মধ্যে বিতরণ করা হয়।
ট্রাস্টি মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সংগঠক খালেদুর রহমান লাকীর সঞ্চালনায় বিতরণ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাসিগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শুকুর, সংগঠক সাজিদ মিয়া,মনসুর আলম,জালাল আহমদ ইউসুফ ও সংগঠক আবু সায়ীদ।উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম ,ফরিদ মিয়া,সাব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, যে মানুষ মহান মাবুদের সৃষ্ট জগতকে ভালবাসে সেবার মনোভাব নিয়ে এবং তাদের দুঃসময়ে এগিয়ে আসে তার সে কাজেই শ্রেষ্ঠ এবং প্রশংসনীয়। সেবার জন্য কাজ করলে মানব জীবন সুখের হয়।আর এ লক্ষ্যেই আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট ইউকে প্রতি বছর আত্মীয় স্বজন এবং সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সেবায় অবিরত কাজ করে যাচ্ছে। মানবতার সেবায় ট্রাস্টের এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আজীবন এটি চলমান রাখারও দাবী জানান বক্তারা।
অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন অতিথিসহ তাদের পরিবারের সদস্যগণ।শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলোয়াত ও আলহাজ্ব ছমরু মিয়ার মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন হাফেজ মাওলানা আব্দুল কায়ুম।
পরিশেষে এ কার্যক্রম বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন তাদেরকে মোবারকবাদ জানিয়েছেন আলহাজ্ব ছমরু মিয়ার পরিবারবর্গ।