শাবিপ্রবি ফরিদপুর এসোসিয়েশন নেতৃত্বে সাজ্জাদ ও আমীন

শাবিপ্রবি প্রতিনিধি
ফরিদপুর জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ফরিদপুর এসোসিয়েশনের ৫ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাহমুদুল আমীন মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সংগঠনটির পক্ষ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন-কোষাধ্যক্ষ নুপুর, ডেপুটি সেক্রেটারি রিয়ান ও সুজন ব্যাপারী।