মাধবপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ১ হাজার ৯শত ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধীনস্থ মাধবপুর উপজেলার মনতলা বিওপির একটি টহলদল কমান্ডার সুবেদার মো: কাজী শাহিনের নেতৃত্বে মঙ্গলবার(১১ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার সীমান্তবর্তী মনতলা ত্রিমোহনী (পাকা রাস্তার উপর) থেকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে মো: জমির আলী (৪৭) কে ১,৯৬০ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেপ্তার করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৮৮ হাজার টাকা। সে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের লোকরা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।