ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন

দৈনিকসিলেট ডেস্ক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার পশ্চিমবাজারস্থ একটি রেস্টুরেন্টে ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মাসুক আহমদ এর সভাপতিত্বে ও এনামুল ইসলাম কলিম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা নযরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ থানার এসআই মোহাম্মদ মোস্তফা, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সাবেক সভাপতি এম এ বারী, জমিয়ত নেতা মাওলানা তাজ উদ্দিন, মুজিবুর রহমান, ইউসুফ সিদ্দিকী, আতিকুর রহমান, আব্দুস সবুর, আলমগীর হুসাইন, সাদিকুর রহমান, আব্দুল ওয়াদুদ।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। কুরআন তেলাওয়াত করেন হাফেজ ইফতেখার।