গনতন্ত্র অব্যাহত রাখতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: ডা. জীবন

দিলোয়ার হোসাইন বানিয়াচং থেকে
বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন সৈরাচার শেখ হাসিনা দেশের গনতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। মানুষের ভোটাধিকার কেরে দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল কিন্তু বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে বীজ বপন করেছিল তারই ফলস্রোতিতে ৫ই আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে সৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। জনগণের গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে হলে দ্রুত জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের সরকার না থাকার কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে, সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার বিকল্প নেই।
তিনি আরও বলেন বানিয়াচং আজমিরীগঞ্জ এর জনগণের কল্যানে নিজের আরাম আয়েশের কথা ভুলে আপনাদের পাশে ছিলাম এবং আপনাদের ভালবাসা নিয়ে সারা জীবন আপনাদের সেবায় কাটিয়ে দিতে চাই।আজ বানিয়াচং আজমিরীগঞ্জ অতিথের যে কোন সময়ের চেয়ে বিএনপি অনেক সংঘটিত এবং শক্তিশালী। তিনি বলেন আমি আপনাদের ভালবাসি, আপনারাও আমাকে ভালবাসেন এ ধারা অব্যাহত থাকলে আগামী নির্বাচনে এ আসন আমরা বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবো।
মঙ্গলবার ৮নং খাগাউরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমুল্যের উর্ধগতি ও দ্রুত নির্বাচনের দাবীতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
সমাবেশটি বিকাল ৩ ঘটিকায় স্থানীয় খাগাউড়া বাজারে অনুষ্ঠিত হয়।
৮নং ইউনিয়ন বিএনপির সভাপতি মো: লুতফুর রহমান সুফি মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদি, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেন, উপজেলা বিএনপি নেতা সাদিক আহমদ সহ ৮ নং খাগাউড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশ শেষে সর্বস্তরের নেতৃবৃন্দ ও জনগনের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।
এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।