সিলেটে সাইবার মামলার চার্জশিটভুক্ত আসামি কথিত সাংবাদিক মুন্না কারাগারে

দৈনিকসিলেট ডেস্ক
সিলেটে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত এক আসামি কথিত সাংবাদিক রায়হান হোসেন মুন্নাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত সোমবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মুন্না শাহপরান এলাকার আটগাঁওয়ের হান্নার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ একাধিক প্রতারণা, জালিয়াতিসহ নানা অভিযোগ রয়েছে।
সিলেট ল’ কলেজের তৎকালীন শিক্ষার্থী ও বর্তমানে শিক্ষানবীশ আইনজীবী ছালমা বেগম ২০২২ সালের ৭ সেপ্টেম্বর মহানগর পুলিশের শাহপরান থানায় ডিজিটাল নিরাত্তা আইনে একটি মামলা করেন। মামলায় তিনি তার বিরুদ্ধে কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারে অভিযোগ করেন। মামলাটি তদন্ত করেন সিআইডি পুলিশ পরিদর্শক শাহিন মিয়া। তিনি গত বছরের ৭ সেপ্টেম্বর শাহপরান পীরেরচক কোনা গ্রামের বাসিন্দা ও প্রবাসী হাবিবুর রহমান আশুক, একই এলাকার তাজুল ইসলাম তাজ, সাইদু রহামন, কামরুল ইসলাম জনি, সোনারপাড়ার ফয়জুল কয়েস ও রায়হান হোসেন মুন্নাসহ ৯ জনকে অভিযুক্ত করে চার্জিশ প্রদান করেন। চার্জশিটে তিনি উল্লেখ করেন আসামিরা পরস্পরের যোগসাজশে ফেসবুক ও অনলাইন পত্রিকায় ইচ্ছাকৃতভাবে মানহানিকর ও কূরুচিপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে মামলার কয়েকজন আসামি জেল খাটার পর জামিনে রয়েছেন। প্রধান আসামি হাবিবুর রহমান আশুক, আসামি সাইদুর রহমান ও রায়হান হোসেন মুন্না পলাতক ছিলেন। এরমধ্যে মুন্না সোমবার আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন। বাদি পক্ষের আইনজীবী আফজাল এ তথ্য নিশ্চিত করেছেন।