বাহুবলে জোয়ারীদের বিরুদ্ধে ওসির অ্যাকশন, ৯ জুয়ারী গ্রেফতার

বাহুবল প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলের মিরপুরে জোয়ারীদের বিরুদ্ধে ওসির অ্যাকশন। ৯ জুয়ারী গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার তিতারকোনা পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে নয় জুয়ারিকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, তিতারকোনা এলাকার তোফায়েল আহমদ (২২), তোফাজ্জল হোসনে (২৭), মোঃ সাজিদ মিয়া (২৫), সুজন মিয়া (৩৪), মোঃ নজরুল ইসলাম (২০), আব্দুল মান্নান (৩৫) মোঃ মিজানুর রহমান (৩০), আব্দুল্লাহপুর এলাকার মোঃ বিল্লাল মিয়া (২৭), চন্দ্রছড়ি এলাকার মোঃ হান্নান মিয়া (৩২)।
এসময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ২০০ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ইউনিয়নের তিতারকোনা পেট্রোল পাম্প এলাকায় জুয়ার আসরে অভিযান চালানো হয় । এতে ৯ জুয়ারীকে খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।
পরে তাদেরে বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। ওসি বলেন, মিরপুরসহ বাহুবলের জুয়া চুরি, ছিনতাই ও অপরাধ মুক্ত করতে আমার অ্যাকশন অব্যাহত আছে।কোন অপরাধি কে ছাড় দেওয়া হবে না।