এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে মানববন্ধন

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে সারাদেশের ন্যায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন করেন উপজেলা নির্বাচন অফিসে কর্মকর্তা, কর্মচারী সহ এনআইডি সেবা নিতে আসা গ্রাহকরা।
এনআইডি সংরক্ষণ করুণ,ভোটার তালিকা রক্ষা করুণ, গনতন্ত্র নিশ্চিত করুণ এই স্লোগানকে সামনে রেখে বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অফিসে সকল সেবা কার্যক্রম বন্ধ রেখে এই মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালিত হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা তুলে নিলে দূর্নীতি বাড়বে। এই চক্রান্তে যারা জড়ীত তাদের সেই মোড়লদের থেমে যাওয়ার দাবী জানান তিনি। পাশাপাশি এনআইডি সেবা নির্বাচন কমিশনের রক্তে গড়া সেবা এটা নির্বাচন কমিশন থেকে অন্যত্র কোনক্রমেই স্থানান্তর হতে দেয়া যাবে না। সবশেষে নির্বাচন কমিশনের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের একটা দাবী এনআইডি সেবা ইসির অধিনে রাখা চাই।
এ সময় মানববন্ধন ও অবস্হান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লাবিব আহমেদ, মাঈনুল ইসলাম খান, ফাহিম আহমেদ ও সেবা গ্রহীতা সহ অন্যান্যরা।