বড়লেখায় শিক্ষক, সাংবাদিক ও বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বড়লেখা প্রতিনিধি
শিক্ষক, সাংবাদিক ও বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের সম্মানে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বুধবার (১২ মার্চ) ১১ রমজান পৌর শহরের ডিভ্যান রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ইফতার পুর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের বড়লেখা শহর সভাপতি হুমায়ুন কবির সাজু।
শিবিরের উত্তর সভাপতি জাবেদ আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রশিবিরের বড়লেখা উপজেলা দক্ষিণ সভাপতি আব্দুর রহমান, পশ্চিম সভাপতি কামরান আহমদ ও সুজাউল মাদরাসা সভাপতি কাওসার আহমদ।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ।
শিক্ষকদের মধ্যে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সবুর।সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল।
এসময় আরও বক্তব্য দেন ছাত্র জমিয়ত বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল্লাহ তাইব, ছাত্র মজলিস উপজেলা সভাপতি জাকারিয়া আহমদ জাকির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম।
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন বড়লেখা প্রেসক্লাব সদস্য ও কালবেলা প্রতিনিধি তাহমীদ ইশাদ রিপন, আলোকিত সকাল প্রতিনিধি আশফাক আহমদ, মানবকন্ঠ প্রতিনিধি রেদওয়ান আহমদ, এশিয়ান টিভি প্রতিনিধি আফজাল হোসেন রুমেল, নন্দিত টিভি প্রতিনিধি শাহরিয়ার শাকিল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির বড়লেখা শহর সেক্রেটারি নোমান আহমদ, উপজেলা দক্ষিণের সেক্রেটারি জেবুল আহমদ, সুজাউল মাদরাসা সেক্রেটারি মঞ্জুর রহমান, শহর অর্থ সম্পাদক এমদাদুল হক, দক্ষিণ শাখার অর্থ সম্পাদক অনিকুর রহমান, বড়লেখা শহর স্কুল কার্যক্রম সম্পাদক কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, কলেজ সম্পাদক শামসুল আলম এবং পৌরসভা সভাপতি সাব্বির আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে অনন্য অতিথিরা মাহে রমাদানের শিক্ষা গ্রহণ করে ন্যায়, ইনসাফ ও মানবতার সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই ইফতার মাহফিলের মাধ্যমে ছাত্রশিবির অন্যান্য ছাত্রসংগঠন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।