শাবিপ্রবি বর্ষসেরা অভিনেতাদের দিক অ্যাওয়ার্ড প্রদান

শাবিপ্রবি প্রতিনিধি
বছর জুড়ে নাটক ও সাংগঠনিক কাজের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা অভিনেতাদের দিক অ্যাওয়ার্ড ২০২৩-২৪ প্রদান করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দিক থিয়েটার।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে গত ৮ মার্চ বর্ষসেরা অভিনেতাদের এ অ্যাওয়ার্ড প্রদান করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনটি।
সংগঠনটির বর্ষসেরা অভিনেতা হিসেবে ক্ষুদিরামের দেশে নাটকের দুলাল চরিত্রের জন্য আবু রাকিব হাসান, বৃদ্ধ চরিত্রের জন্য বিদ্যার্থী কল্যাণ, এবং ইন্দ্রজিৎ নাটকের বিমল চরিত্রের জন্য সৌধ রায় তীর্থ এবং কমল চরিত্রের জন্য স্বাগত দাশ পার্থ মনোনীত হন।
এছাড়া ক্ষুদিরামের দেশে নাটকের মিনু চরিত্রের জন্য রুপালি পাল, এবং ইন্দ্রজিৎ নাটকের প্রজাপতি চরিত্রের জন্য মৌমিতা মজুমদার এবং “আ মরি বাংলা ভাষা” নাটকের বৌমা চরিত্রের জন্য বৃষ্টি দেবী বর্ষসেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হন।
এছাড়া সংগঠনটির বর্ষসেরা থিয়েটার একটিভিস্ট হিসেবে শাওন আকন্দ এবং বর্ষসেরা সংগঠক হিসেবে সৌধ রায় তীর্থ অ্যাওয়ার্ড অর্জন করেন
বর্ষসেরা অভিনেতা পার্থ সম্পর্কে ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকের নির্দেশক জাকির হোসেন বলেন, “স্বাগত দাশ পার্থ কমল চরিত্রে এতো গভীরভাবে প্রবেশ করেছিলো যে, ডায়লগ ভুলে যাওয়া কিংবা প্রপস নিয়ে আসতে না পারার ছোটোখাটো সমস্যাগুলো খুবই সুন্দরভাবে ইম্প্রোভাইজেশনের মাধ্যমে নাটকটি চালিয়ে গিয়েছেন। যেটা সাধারণ দর্শক শুধু নয়, এই নাটকের সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা ছাড়া কেউ বুঝতেও পারেনি। ফলে সে এই বছরের বর্ষসেরা অভিনেতা হিসেবে মনোনীত হন।
অন্যদিকে বর্ষসেরা অভিনেত্রী বৃষ্টি দেবী সম্পর্কে জাকির হোসেন বলেন, থিয়েটারকে বলা হয় ষোল কলার সমন্বয়। অভিনেত্রী বৃষ্টি দেবী ‘আ মরি বাংলা ভাষা’ একক নাটকটি গান, কবিতা, চিত্রাঙ্কন এবং আবহ সঙ্গীত সবকিছুর সমন্বয়ে যে একক অভিনয় করেন, সেটা অতুলনীয়। ফলে নিশ্চিতভাবেই বর্ষসেরা অভিনেত্রীর দাবিদার বৃষ্টি দেবী।