শাবিপ্রবি ভয়েস ফর জাস্টিসের পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি
২৫ জন পথশিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সামাজিক সচেতনতামূলক সংগঠন ভয়েস ফর জাস্টিস সাস্ট।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ২০২ নম্বর কক্ষে সংগঠনটির আয়োজিত এক ইফতার মাহফিলে এ ঈদ উপহার কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এইচবি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল করিম হিরন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব ভাই ও জি-২৪ প্লাসের চেয়ারম্যান খালেদ উসমানি ফকির উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, “আমাদের এই ছোট্ট প্রয়াস পথশিশুদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে এমন মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত থাকবে ভয়েস ফর জাস্টিস।”
প্রসঙ্গত, পবিত্র রমজান মাসে পহেলা রমজান থেকে পথে-ঘাটে প্রায় ১ হাজার দুঃস্থ অসহায়কে ইফতার করিয়েছে ভয়েস ফর জাস্টিস সাস্ট।