জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি লড়াই করছে : আব্দুর রাজ্জাক

দৈনিকসিলেটডটকম
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। অবৈধ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার আমার আপনার সবার, সবাই মিলে সুন্দর একটি পরিবেশ তৈরি করব। দেশের জনগণ চায় সুন্দর একটি দেশ সুন্দর একটি সমাজ, আর সব কিছু করতে হলে দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন।
শনিবার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপির উদ্যোগ চারখাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মক্তদির আলী মক্তইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশ আজ চরম সংকটে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। বেকারত্ব, দুর্নীতি, লুটপাটে দেশ ধ্বংসের পথে। এ অবস্থার পরিবর্তন আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। আগামী নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। ভোট চুরি ও কারচুপি রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, ত্রান ও পুনর্বাসন সম্পাদক জয়নাল আহমদ রানু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, জেলা বিএনপির উপদেষ্ঠা, আম্বিয়া আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহবায়খ মুজিবুর রহমান, সিলেট জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক বাছিতুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক জাবের আহমদ, চারখাই ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক আহাদুর রহমান রুবেল, চারখাই ইউনিয়ন বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, চারখাই ইউনিয়ন বিএনপি নেতা হোসেন আহমদ, মঈন মিয়া, যুবদল নেতা কাওছার আহমদ কয়ছর, জাফর আহমদ, আয়নুল আবেদিন, আশিক আহমদ, রিয়াদ আহমদ রাজা, আবু সিফিয়ান, ইয়াছিন আহমদ, রিফাত পাবেল আহমদ, সাইফুদ্দীন, শামীম আহমদ প্রমুখ।