বানিয়াচংয়ে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বানিয়াচংয় প্রতিনিধি
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃংখলা উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯নং পুকড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণত সম্পাদক ইউসুফ তরফদার এর পরিচালনায় এ মতবিনিময় সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি দোসরা এখনো রয়ে গেছে আমাদের সজাগ থাকতে হবে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আল হাদি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাবেক সাধারণ সম্পাদক ফজলে নকিব মাখন, সাদিক আহমেদ, মাওলানা রদরুল আমল, আঃ আলিম জুয়েল মিয়া, পারবেজ মিয়া, উপস্থিত ছিলেন বিএনপির ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ।