সুনামগঞ্জ জেলা উন্নয়ন সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা চলে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানসহ জেলা-উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগন।
সভায় পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উন্নয়ন কাজে সার্বিক সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।