নির্বাচনে সাফল্যের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী

দৈনিকসিলেটডটকম
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন আগামী নির্বাচনে সাফল্যের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়ে কয়েস লোদী বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রোববার (১৬ মার্চ) বরইকান্দি নতুন জামে মসজিদ প্রাঙ্গণে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগরের ২৮নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২৮নং ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চুর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা শামীম আহমদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, দক্ষিণ সুরমা বিএনপির আহ্বায়ক ডাঃ এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ (মেম্বার), মহানগর বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হান্নান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ আহমদ কবির, স্বেচ্ছাসেবক দল নেতা হুসাইন আহমদ রুহুল, ২৮নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী ফখরুল ইসলাম, হেলাল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, শেখ আজাদ মিয়া, মোঃ রফিক মিয়া, এমদাদ হোসেন, সাজেল আহমদ, সহিদুর রহমান, সাহেদ আহমদ, তরুণ দলের জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহেল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, শামীম আহমদ আলীম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাহেল শাহ, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নোমান আহমদ, সাবেক আহ্বায়ক সাহেদ আহমদ, ফয়েজুর রহমান ফেয়েজ, ফরহাদ আহমদ, তরুণ দলের মহানগর সাধারণ সম্পাদক ইসলাম আহমদ তায়েফ, ছাত্রদল নেতা শাকিল আহমদ, জনি, শাহ কাউছার, সুমন মিয়া, নাহিদ আহমদ প্রমুখ।
ইফতার মাহিফিলে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা মোনাজাত করা হয়।