চুনারুঘাট সীমান্তে ভারতীয় থ্রি পিস আটক

স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ভারতীয় থ্রি পিস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তি জানায়,হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১৬ মার্চ সন্ধ্যা ০৬:৪০মিনিটে চিমটিবিল বিওপি’র একটি টহল দল হাবিলদার মোঃ নুরে আলম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী চিমটিবিল রাবার বাগান নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এসময় টহলদল মালিকবিহীন অবস্থায় ২৯১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার থ্রি পিস আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৯৮ হাজার টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এবিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”
তিনি বলেন, সমাজের প্রতিটি নাগরিক যদি চোরাচালান বিরোধী অভিযানে সহযোগিতা করে এবং সচেতন হয়, তাহলে এই অভিযান সফল হবে এবং একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এছাড়াও, সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালানী মালামাল পাচার কার্যক্রমে তথ্য দিয়ে তিনি বিজিবি’কে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানান।
এ ধরনের অভিযানের মাধ্যমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ।