ইসলামী আন্দোলনের কর্মীদের সমাজকর্মী হিসেবে কাজ করতে হবে

বড়লেখা প্রতিনিধি
জামায়াত কর্মী মানেই সমাজকর্মী এই শ্লোগানকে সামনে রেখে আদর্শ সমাজ গঠনে আমাদেরকে নিরলস প্রচেষ্টা চালাতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল একটি সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব। আল্লাহ তায়ালার অসীম সাহায্য করুণা রহমত আমাদের সাথে আছে এবং থাকবে।
সমাজে কিছু সমস্যা বিরাজ করছে সেগুলো সমাধানে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান পরিষ্কার করতে হবে। মানুষের কাছে যেতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে জামায়াতে ইসলামীর অবস্থান জানান দিতে হবে। আমরা যে একটি কল্যাণকর রাষ্ট্র চাই সেটার জানান দিতে হবে।
জামায়াতে ইসলামী বড়লেখা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি ও কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জেলা জামায়াতের সুরা-কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম এবং উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৩ টায় বড়লেখা পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিলে তারা প্রথম ও দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন।
তারা আরও বলেন, জামায়াত দেশে একটি ন্যায়-ইনসাফভিত্তিক কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন নিরবচ্ছিন্নভাবে আন্দোলন করে যাচ্ছে। তাই দেশে একটি সফল বিপ্লব ও দেশ চালানোর জন্য যোগ্য, প্রজ্ঞাবান ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই। যার যতটুকু সুযোগ ও সক্ষমতা রয়েছে তাই যথাযথভাবে কাজে লাগিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। ভাতৃত্ববোধে শান্তির ফল্গুধারা প্রবাহিত হবে। সেই ধরণের বাংলাদেশ আমরাই গড়বো ইনশাল্লাহ।
মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের সাফরণ পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আল-কুরআন থেকে দারস পেশ করেন গাংকুল ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা খালেদ আহমদ।
এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বড়লেখা পৌরসভা সভাপতি জুবের আহমদ। সেক্রেটারি আব্দুস সামাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, সিলেট মহানগর জামায়াতের ২২নং ওয়ার্ড সভাপতি আবু হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহসভাপতি আব্দুর রহমান মানিক, ইছমাইল হোসেন, সহ-সেক্রেটারি কবির আহমদ, অর্থ সম্পাদক শামসুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।