জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের ইফতার মাহফিল

জৈন্তাপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) উপজেলার দরবস্ত ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মাহফিলে মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন ক্লাবের উপদেষ্টা ও লন্ডন প্রবাসী মোঃ বাবুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক এম সাহিদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশিদ হারুন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি সুহেল আহমদ, উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, ক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, যুগ্ম সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিপন, মহানগর সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি মইনুল মুর্সালিন রুহেলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, ধর্মীয় আলেম-ওলামা এবং ক্লাবের সদস্যরা।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে ক্লাবের উপদেষ্টা মোঃ বাবুল হোসেন বলেন, “রমজান শুধু সংযমের মাস নয়, এটি মানবতা, ভ্রাতৃত্ব ও কল্যাণের মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।