ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
বাংলাদেশ বর্তমানে নানা সামাজিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের সম্মুখীন। এর মধ্যে ধর্ষণ একটি ভয়াবহ সংকটে পরিণত হয়েছে, যা সমাজের নৈতিক অবক্ষয় এবং প্রশাসনিক দুর্বলতার প্রতিফলন। অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় না আনার কারণে সমাজে বিচারহীনতার সংস্কৃতি বিস্তার লাভ করছে, যা অপরাধ প্রবণতা আরও বাড়িয়ে তুলছে।
দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলমান রয়েছে, যার ফলে অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই এ ধরনের ঘৃণ্য অপরাধ দমনে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। যদি ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি-মৃত্যুদণ্ড কার্যকর করা যায়, তাহলে সমাজে শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুনামগঞ্জের একটি অভিজাত রেস্টুরেন্ট বুধবার বিকেলে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় এসব কথা বলছেন বক্তাগন। সংগঠনের জেলা শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া অনুষ্ঠান সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক জিয়াউল করীম, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীনের যৌথ পরিচালনায় ছাত্র জমিয়তের সাবেক নেতৃবৃন্দ ও বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ সমাজের নৈতিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাফিজ মাও. সৈয়দ সালিম কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মাও. নূর হোসাইন আজিজ, মাও. এরশাদ আহমদ, মাও. মিযানুর রহমান, মাও. রমজান হোসাইন, মাও. আবিদুর রহমান, হাফিজ মাও. ত্বাহা হোসাইন, মাও. ওবায়দুল হক চৌধুরী, মাও. নূর আলী, মাও. মুহাম্মাদ মিয়া, মুফতি নূর আহমদ চুয়াপুরী, মুফতি আব্দুল মালিক ত্বাহা, মাও. আসআদ আহমদ সুজানগরী, মাও. নাসরুজ্জামান, মাও. আব্দুর রহীম।
বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের মধ্য হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা কমিটির আহবায়ক ইমনদ্দোজ্জা আহমেদ, যুগ্ম আহবায়ক জিহান যুবায়ের, মাহফুজুর রহমান মুহিত, যুগ্ম সদস্য সচিব জাকি আহমদ, জেলা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সভাপতি আরশাদ আহমদ, দায়িত্বশীল ইসমাঈল আহমদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান, সদস্য সাদ আহমদ প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা ইউনুস আহমদ, নূর আহমদ সালমান, ওলীউর রহমান, মাহমুদ হাসান ফারাবী, মাহমুদুল হাসান, হাসান আহমদ চৌধুরী, কয়েস আহমদ তালুকদার, আবুল হাসানাত মারুফ, ফেদাউর রহমান, সাজ্জাদুর রহমান সেলিবুর, হাসান আহমদ, আব্দুজ জহির, মুহিবুর রহমান, মাহদী হোসাইন প্রমূখ।