লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিকসিলেটডটকম
লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামুলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এসময় তিনি প্রাক্তন শিক্ষার্থীরা লিডিং ইউনিভার্সিটি পরিবারের একটি অংশ উল্লেখ করে বলেন, লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীরা সবসময়ই ইন্টারেক্টিভ নেটওয়ার্ক তৈরি করে আসছে যা এই বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের একটি পারস্পরিক বন্ধন সৃষ্টি করছে। তিনি ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকারকে সাধুবাদ জানিয়ে
বলেন, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক পারস্পরিক যোগাযোগ তৈরিতে ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখযোগ্য।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইইই বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. মোর্শেদুল হক বলেন,
এই অনুষ্ঠানের মাধ্যমে ইইই বিভাগ সহযোগী শিক্ষা ও পেশাদার সমাজ গড়ে তোলা এবং প্রাক্তন শিক্ষার্থীদের তাদের শিকড়ের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং বর্তমান শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার, শেখার সংস্কৃতি এবং ভাগ করে নেওয়ার বিকাশ গড়ে তোলার একটি মূল্যবান সুযোগ করে দিয়েছে। ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দো’আ পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মামুনুর রশিদ।