ফিলিস্তিনে ইসরাইলি বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোশাহিদুল ইসলাম নয়ন, বাহুবল
হবিগঞ্জের বাহুবলের মিরপুরে ফিলিস্তিনে ইসরাইলি বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মিরপুরে তাওহীদি জনতা।
শুক্রবার (২১ মার্চ) বা’দ জুমআ মিরপুর মাদরাসা মসজিদের সামন থেকে তাওহীদি জনতার ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রজনতা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি মসজিদের সামনে থেকে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে, মিরপুর চৌমুহনীতে এসে সমবেত হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীসহ তাওহীদি জনতা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিল শেষে চৌমুহনীতে সমাবেশে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, মাওলানা আব্দুল হাই, মাওলানা কাজী আব্দুল হাই, সানশাইন স্কুল এন্ড কলেজের পরিচালক এম সামছুদ্দিন, ছাত্র সমন্বয়ক তোফায়েল আহমেদ।
বক্তারা বলেন, পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। তারা ইসরায়েলকে সর্ব প্রকার সহযোগিতা করে, তাদের এ দ্বিচারিতা বন্ধ করতে হবে। ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সব দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। বারবার তারা আমাদের ভাইদের ওপর কিছুদিন পর পর হামলা করে, ছোট্ট শিশুদের রক্ত ঝরায়, আমাদের সব মুসলমানদের একত্র হয়ে, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিকসহ সব দিক দিয়ে উন্নতি সাধন করে, সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।
তারা বলেন- ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মতো গর্জে উঠতে হবে। বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্রসংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে নেতারা একসঙ্গে ঐক্য গড়ে তুলে প্রতিরোধ তৈরি করার আহ্বান জানান।