তাহিরপুরে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

তাহিরপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে এ উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজন দলীয় কায্যালয় প্রাঙ্গণে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন।
সভায় তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম এর সভাপতিত্ব ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের দলের সাধারণ সম্পাদক এডঃ মামুনুর রশীদ কয়েস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল ইসলাম, আজিজুর রহমান, এসকে শফিকুল ইসলাম, তোজাম্মিল হক নাসরুম, সুমন আহমেদ, উপজেলা কৃষকদের আহবায়ক লুৎফুর রহমান, সদস্য সচিব আবুল কালাম, সদর ইউনিয়ন যুব দলের সভাপতি আব্দুল বারিক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন মিয়া মেম্বার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের শাহ আলম, দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি হযরত আলীসহ উপজেলা সকল ইউনিয়ন ওয়ার্ড এর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।