আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বড়লেখায় তারেক রহমানের ঈদ উপহার

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার জেলা কারাগারে নিহত বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৩ মার্চ) বিকেলে তারেক রহমানের সরাসরি তত্বাবধানে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে ঈদ উপহার হিসাবে অর্থ ও ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।
জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহত বিএনপি নেতার আলাউদ্দিনের ছেলে শামীম আহমদসহ পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। এসময় তাদের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের খোঁজখবর নিতে আমাদের পাঠিয়েছিলেন। সঙ্গে তারেক রহমানের সরাসরি তত্বাবধানে পরিচালিত বিএনপির পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। নিহত এ পরিবারের পাশে বিএনপি সবসময় পাশে থাকবে বলেও জানান তারা।
উল্লেখ্য, বিএনপি নেতা আলাউদ্দিন ২০২৩ সালের ১০ জানুয়ারি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের হামলায় আহত হন। আদালত প্রাঙ্গণে বাদি-বিবাদির মারামারির ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালত আলাউদ্দিনকে কারাগারে পাঠান। কারাগারে থাকাবস্থায় ১২ জানুয়ারি তিনি মারা যান।