জামালগঞ্জে দরিদ্র নারীদের মাঝে ঈদ সামগ্রী ও শাড়ি বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে দরিদ্র নারী কল্যাণ সংগঠনের উদ্যোগে ৮০ জন অসহায় নারীর মাঝে ঈদ সামগ্রী ও শাড়ি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টায় সংগঠনের নিজ কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দরিদ্র নারী কল্যাণ সংগঠনের সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে ও সহসভাপতি সাফিয়া বেগমের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোছাঃ সান্তনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ছাদিকুর রহমান স্বাধীন খাঁন।
অনুষ্ঠানে আর্থিক সহায়তা করেন, সংগঠনটির উপদেষ্টা জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন ও উপদেষ্টা মোছাঃ সান্তনা বেগম, ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, জাহানারা, সাফিয়া বেগম, শাহানারা আক্তার, সাজিয়া বেগম, চম্পা বেগম, তামান্না আক্তার প্রমুখ।
সভাপতি জাহানারা বলেন,”২০২৩ সালে ছাদিকুর রহমান স্বাধীন খাঁন এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার উদ্যোগের কারণেই আজ আমরা প্রতিবছর দরিদ্র নারীদের মাঝে কিছু বিতরণ করতে পারছি। এজন্য জন্য আমরা চির কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চাই যেন এ সহায়তা অব্যাহত রাখতে পারি।
এসময় উপদেষ্টা স্বাধীন খাঁন তার বক্তব্যে বলেন,”দরিদ্র ও অসহায়” মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ ভাগ করে নিতে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু উপহার তুলে দিয়েছি। এভাবেই মা-বোনদের পাশে থাকাটাই আমাদের শান্তি দেয়। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করবো, সবার সহযোগিতায়।
অনুষ্ঠান শেষে ইদ উপহার সামগ্রী পাওয়া পরিবারগুলো সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।