ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিন বন্ধ তামাবিল বন্দর

দৈনিকসিলেট ডেস্ক :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছুটিতে যাচ্ছে তামাবিল স্থলবন্দর। এর ফলে টানা ১২ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে দেশের এই গুরুত্বপূর্ণ স্থলবন্দরটিতে।
মঙ্গলবার (২৫ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান বলেন, সিলেট জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধের দিনগুলো পর্যন্ত তামাবিল, শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
সবকটি বন্দরের সঙ্গে মিল রেখে এ ছুটি ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ৭ এপ্রিল থেকে আমদানি-রপ্তানি ফের শুরু হবে।
এদিকে, আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কাস্টম হাউস বা শুল্ক স্টেশনগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুধুমাত্র ঈদের দিন স্টেশনগুলো বন্ধ থাকবে।
এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মুকিতুল হাসানের সই করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।