মুক্তিযোদ্ধা, গণঅভ্যুত্থানে আহত, নিহতদের সম্মানে ইফতার ও উপহার

হাওরাঞ্চল প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত ও নিহতদের সম্মানে ইফতারের আয়োজন ও ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার তত্ত্বাবধানে একযোগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় ইফতারের আয়োজন করে।
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত ইফতার পূর্ববর্তী ১১ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাফিকুল হোসেন,এসপিপি,এএফডব্লিউসি,পিএসসি উপস্থিত থেকে আগত অতিথিদের সাথে মতবিনিময় করেন। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেন।
এসময় শাহাদাৎ বরণকারী মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত,আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জেলার অন্তর্গত আহত যোদ্ধাগণ,নিহতদের পরিবারের সদস্য বৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের স্থানীয় সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।