জাফলংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থেকে
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলার ৩নং পুর্ব জাফলং ইউনিয়ন শাখার আয়োজনে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলার জাফলংস্থ জেলা পরিষদ ডাক বাংলো পিকনিক সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিলেট জেলা সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন, প্রধান বক্তা বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোয়াইনঘাট উপজেলা আমির, মাষ্টার আবুল হোসেন।
পুর্ব জাফলং ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীন’র সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ব জাফলং ইউনিয়ন সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন’র সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি শাখা সিলেট জেলা সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব ডা: আব্দুর নুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা যুগ্ম সম্পাদক হাফেজ মিসবা উদ্দিন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি আব্দুল আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা পেশাজীবি সংগঠন সহ-সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ উলামা জামায়াতের উপজেলা সহ-সভাপতি মীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ইমরান আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাও: নাজিম উদ্দীন, সংস্কৃতি সম্পাদক সোহেল আহমেদ।
ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনা বল্লাঘাট জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।