মাধবপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মোঃ মুজিবুল ইসলাম, অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হাসেম, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধূরী, শিক্ষা কর্মকর্তা এম জাকিরুল ইসলাম প্রমুখ।