পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বড়লেখা মানবসেবা সংস্থার গোশত বিতরণ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সংগঠন মানবসেবা সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বুধবার দুপুর ২ টায় অর্ধশত পরিবারের মাঝে গরুর গোশত ও প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে।
ইক্বরা ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবসেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জাহাঙ্গীর আলম শুভ।
যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষক ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু।
বিশেষ অতিথির বক্তব্য দেন মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাকির হোসেন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. হাসান শামীম, বড়লেখা প্রেস ক্লাবের সদস্য ও কালবেলা প্রতিনিধি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, ইক্বরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, বড়লেখা মানবসেবা সংস্থার নীতি নির্ধারক ও ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা আমিনুল বাবলু, হলি চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক এমদাদুল করিম চৌধুরী শিমুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, নিসচা’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপ্রভাত সিলেটের পরিচালক আহমেদ নোমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা মানবসেবা সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সদস্য জুবের আহমদ, রিয়াজ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় বড়লেখা মানবসেবা সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে অতিথিবৃন্দরা বলেন, গরুর মাংস ও খাদ্য সামগ্রী বিতরণ এই রমজান মাসে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ এই মহতি কার্যক্রম প্রসংশার দাবি রাখে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে গরুর মাংস প্রচুর দাম তাই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে তাদের এই প্রয়াসের সাধুবাদ জানাই। এই সময়ে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীদিনে মানবিক কল্যাণে কার্যক্রম অব্যাহত রাখতে মানবসেবা পরিবারের প্রতি প্রত্যাশা রাখছি।